৩৬০০ পদে নিয়োগ হবে শিক্ষক


আগরতলা: কয়েক হাজার শূন্যপদে শুরু হবে শিক্ষক নিয়োগ। ইতিমধ্যেই নোটিশ দিয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা।

ত্রিপুরায় পোস্টগ্র্যাজুয়েট টিচার ও ট্রেনড গ্র্যাজুয়েট টিচার, এই দুটি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। আগরতলাতেই নেওয়া হবে নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষায় প্রার্থীদের অন্তত ৩৫ শতাংশ নম্বর পেতে হবে। তবেই প্রাথমিক তালিকায় নাম উঠবে। এসসি, এসটি-দের জন্য এই প্রাপ্ত নম্বর হতে হবে ৩০ শতাংশ।
 
শূন্যপদের সংখ্যা- ৩৬১১

ওই পরীক্ষায় থাকবে ১৫০টি মাল্টিপল চয়েস প্রশ্ন। প্রত্যেকটিতে ১ নম্বর। এছাড়া অঙ্কের আলাদা পেপার থাকবে। তাতে থাকবে ৭৫টি MCQ. প্রত্যেক প্রশ্নে ২ নম্বর করে দেওয়া হবে। ইংরেজি ও বাংলায় তৈরি হবে প্রশ্নপত্র।

পরীক্ষার পর trb.tripura.gov.in  ওয়েবসাইটে প্রকাশ করা হবে উত্তরপত্র।

ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় পরীক্ষার অ্যাডমিট কার্ড জমা দিতে হবে। ত্রিপুরার বাসিন্দা হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা, বয়সের প্রমাণও দিতে হবে।

১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন লিংক খোলা থাকবে। সেখানেই আবেদন করা যাবে।