‌নিউইয়র্কে সিএনএন–এর অফিসে বোমাতঙ্ক, বন্ধ রইল সম্প্রচার


আবারও বোমাতঙ্কে ত্রস্ত হয়ে উঠল নিউইয়র্ক। এবার সেদেশের সংবাদমাধ্যম সিএনএন–এর অফিসে বোমাতঙ্ক। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ রইল সম্প্রচারও। তবে তল্লাশির পর কোনও বোমা পাওয়া যায়নি বলেই খবর। নিছক আতঙ্ক ছড়াতেই ভুয়ো ফোনে অফিসে বোম থাকার কথা বলা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা নাগাদ ডন লেমনের অনুষ্ঠান '‌সিএনএন টুনাইট'‌ চলাকালীনই অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন আসে। ফোনে বলা হয়, সিএনএন–এর অফিসে নাকি বোমা রয়েছে। আর এরপরই সঙ্গে সঙ্গে ওই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। বদলে আগের অনুষ্ঠান দেখানো শুরু হয়। এই প্রসঙ্গে লেমন জানান, আমাদের দ্রুত অফিস থেকে বেরিয়ে দূরে সরে যেতে বলা হয়। এরপরই বাইরে বেরিয়ে যাই। ভেতরে যাঁরা সরাসরি সম্প্রচারের যুক্ত ছিলাম, তারা সবাই বাইরে চলে আসি। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। আসেন গোয়েন্দা এবং নিউইয়র্ক পুলিসের বম্ব স্কোয়াডও। তবে বেশ কিছুক্ষণ তল্লাশির পরও কোনও বোমার হদিশ মেলেনি। কে ওই ফোনটি করেছিলেন?‌ জানতে তদন্তে নেমেছে পুলিস।