চলন্ত বাসে মহিলাকে দেখে হস্তমৈথুন, যুবককে মেরে পুলিশে দিলেন নির্যাতিতা


বর্ধমান: চলন্ত বাসে ফের বিকৃতকামের শিকার হলেন এক মহিলা। বাসে মহিলার পিছনে দাঁড়িয়ে চূড়ান্ত অসভ্যতা শুরু করে এক যুবক৷ বিষয়টি বাসকর্মীদের জানিয়েও কাজ হয়নি৷ সহযাত্রীরাও সাহায্য করেননি বলে অভিযোগ৷ ভিড় বাসে একসময় ওই যুবক হস্তমৈথুনও শুরু করে দেয় বলে অভিযোগ। হাল ছাড়েননি মহিলা। কেঁদে না ভাসিয়ে প্রতিবাদ করেন নিজেই। ওই যুবককে টেনে বাস থেকে নামিয়ে তুলে দেন ট্রাফিক পুলিশের হাতে। পরে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ৷

সম্প্রতি, কলকাতা-সহ রাজ্যে বিভিন্ন বয়সি পুরুষের এই ধরনের বিকৃতকামের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ কয়েকটি ক্ষেত্রে চলন্ত বাস ও ট্রেনে হস্তমৈথুন করার ভিডিও ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। তার ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তারও করে পুলিশ৷ এবার তেমনই একটি ঘটনার শিকার হলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা বছর ৪০-এর এক মহিলা। তাঁর সাহসিকতায় গ্রেপ্তার হয় মঙ্গলকোটের নতুনহাটের বাসিন্দা রাজেশ সাহা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মঙ্গলকোটের কৈচর থেকে বর্ধমানগামী একটি বাসে ওঠেন ওই মহিলা। তিনি বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন৷ ভাতার থানা এলাকা থেকে বাসে ওঠে ধৃত রাজেশ৷ বাসে ভিড়ের সুযোগে নিয়ে এই কাণ্ড ঘটায় অভিযুক্ত যুবক৷

বর্ধমান থানায় নির্যাতিতা মহিলা জানান, বাসে দাঁড়িয়েছিলেন তিনি৷ তাঁর পিছনেই ছিল ওই যুবক৷ ওঠার পর থেকেই চূড়ান্ত নোংরামি শুরু করে সে৷ তিনি বলেন, "ওই যুবক যা কুকর্ম করছিল, তা আমি মেয়ে হয়ে আপনাদের মুখে বলতে পারব না৷'' তাঁর অভিযোগ, অভিযুক্ত ওই যুবক তাঁর সঙ্গে অসভ্যতা শুরু করলেও কেউ প্রতিবাদ করেননি৷ সাহায্য চেয়েও পাননি তিনি৷ তবে, মেয়ে বলে দমে যাননি তিনি৷ মনে সাহস সঞ্চয় করেন৷ বাসটি বর্ধমানের স্টেশনে ঢুকতেই ওই যুবককে মেরে বাস থেকে নামিয়ে দেন ওই মহিলা৷ সেখানে রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের হাতে তুলে দেন অভিযুক্ত যুবককে৷  

ট্রাফিক পুলিশ রাজেশকে নিয়ে বর্ধমান থানায় নিয়ে যাওয়া হয়৷ ওই মহিলাও থানায় যান৷ তিনি সেখানেই লিখিত অভিযোগ দায়ের করেন৷ পুলিশ আধিকারিকরা রাজেশকে জেরা করেন। প্রাথমিকভাবে হস্তমৈথুনের কথা সে স্বীকার করেছে বলেও পুলিশ সূত্রের খবর৷ জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "পুরো ঘটনার কথা স্বীকার করেছে ওই যুবক৷ তারপরই ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।"