দেশে টাকা পাঠানোয় সারা বিশ্বে এক নম্বরে ভারতীয়রা, বলছে বিশ্বব্যাঙ্ক


দেশে টাকা পাঠানোয় সারা বিশ্বে এক নম্বরে রয়েছেন ভারতীয়রাই। বিদেশে বসবাসকারী ভারতীয়রা যত টাকা দেশে পাঠান, তা সবচেয়ে বেশি বলেই নিজেদের রিপোর্টে জানিয়েছে বিশ্বব্যাঙ্ক। এবছরে ৮০ বিলিয়ন মার্কিন ডলার ভারতীয়রা দেশে পাঠিয়েছে।

ভারতের পর রয়েছে চিন (৬৭ বিলিয়ন মার্কিন ডলার), মেক্সিকো ও ফিলিপিন্স (৩৪ বিলিয়ন মার্কিন ডলার), মিশর (২৬ বিলিয়ন মার্কিন ডলার)।

গত কয়েক বছরে ভারতীয়রা দেশে টাকা পাঠানোয় উল্লেখযোগ্য উন্নতি করেছে। ২০১৬ সালে যা ছিল ৬২.৭ বিলিয়ন মার্কিন ডলার বা ২০১৭ সালে বেড়ে হয়েছে ৬৫.৩ বিলিয়ন মার্কিন ডলার।

টাকা পাঠানোয় সবচেয়ে কম খরচ হয় দক্ষিণ এশিয়ায়। ৫.৪ শতাংশ। আর সাব-সাহারন আফ্রিকায় সবচেয়ে বেশি ৯ শতাংশ খরচ হয়। বাংলাদেশ ও পাকিস্তানও এশিয়ার দেশ হিসাবে কিছুটা উন্নতি করেছে বলে বিশ্বব্যাঙ্ক জানিয়েছে। গালফ কাউন্সিলের জন্য বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী কিছুটা সমস্যার মুখোমুখি হয়েছে বলে রিপোর্ট বলছে।