রান্নার গ্যাসের দাম কমল ৫.‌৯১ টাকা


অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম। একধাক্কায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমল ৫.‌৯১ টাকা। একমাসের মধ্যে এই নিয়ে দু'‌বার কমল রান্নার গ্যাসের দাম। দিল্লিতে ১৪.‌২ কেজি গ্যাসের দাম কমে এবার হল ৪৯৪ টাকা ৯৯ পয়সা, যার আগে দাম ছিল ৫০০.‌৯০ টাকা। ইন্ডিয়াল ওয়েল কর্পোরেশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। ডিসেম্বরের এক তারিখে এলপিজির দাম কমেছিল ৬.‌৫২ টাকা। টানা ছ'‌মাস দাম বাড়ার পর বছরের শেষ মাসে প্রথমবার দাম কমেছিল। সব মিলিয়েল একমাসেই ১৪.‌১৩ টাকা কমল রান্নার গ্যাসের দাম। অন্যদিকে, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক্ষেত্রে কমল ১২০.‌৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমাতেই এই মূল্য হ্রাস হয়েছে। রাজধানীতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে এখন হল ৬৮৯ টাকা। ডিসেম্বরের এক তারিখে এই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমেছিল ১৩৩ টাকা।

এখন সমস্ত এলপিজি সিলিন্ডারই ক্রেতাকে বাজার থেকে সাধারণ দামেই কিনতে হয়। সরকার তারপর ১২টি সিলিন্ডারের দাম ক্রেতাকে ফেরত দেয়। টাকা সরাসারি চলে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গেই রান্নার গ্যাসের দাম বাড়ানো যায় না, বাড়ে ভর্তুকি। দাম কমলে কমলে ভর্তুকি কমে। এর আগে, বেশ কয়েকদিন ধরে পেট্রোল ডিজেলের দাম বাড়ার পর পড়তে শুরু করেছিল দাম। প্রায় ৮০ টাকার উপর পেট্রোলের দাম পৌঁছে যাওয়ার পরও কেন্দ্র ছিল উদাসীন। এখন, সেই দাম অনেকটাই পড়েছে। যদিও, রাজনৈতিক মহলের মতামত, ভোটের দিকে নজর রেখেই এবার যেভাবে হোক দাম কমাতে চাইছে কেন্দ্র। এরফলে অবশ্য প্রমাণিত হচ্ছে, সরকার চাইলেই দাম কমাতে পারে।