হার্ভার্ডে ১৭০-এ ১৭১ পেয়ে চমকে দিলেন ভারতের এই IAS


নয়াদিল্লি: পরীক্ষায় কোনও বিষয়ে পুরো নম্বর তোলা যথেষ্ট পরিশ্রমসাধ্য৷ বেশিরভাগ ক্ষেত্রেই তা অসম্ভবই বলাায়৷ তবে অনেকক্ষেত্রে পরীক্ষকের ভুলে এমন কাণ্ড যে ঘটেনি তা নয়৷ তবে আইআইটি দিল্লি গ্র্যাজুয়েট এবং আইএএস টপার অঙ্কুর গর্গের সঙ্গে ঘটেছে এমন এক ঘটনা যা সাড়া ফেলে দিয়েছে শিক্ষাজগতে৷

সূত্রের খবর, হার্ভার্ড ইউনিভার্সিটির একটি পেপারে অঙ্কুর ১৭০ নম্বরে ১৭১ পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন৷ ২০০২ সালের ব্যাচের আইএএস অফিসার অঙ্কুর গর্গ৷ তিনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ম্যাক্রো ইকোনমিক্স পেপারে ১৭০-এ ১৭১ পান৷

এই বিরল ফলাফলের ছবি অঙ্কুর তাঁর ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে বলেন, যখন স্কুলে পড়তাম তখন আমাকে বাবা বলতেন ১০-এ ১০ পাওয়া যথেষ্ট নয়, ১০-এ ১১ পেতে হবে৷ উল্লেখ্য, তিনি ২০০২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন৷

বর্তমানে অঙ্কুর হার্ভার্ড থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে দুবছরের কোর্স করছেন৷ রিপোর্ট অনুযায়ী, অঙ্কুর, মাত্র ২২ বছর বয়সে সিভিল সার্ভিসেস পরীক্ষা সফল হন৷ সবথেকে কম বয়সে তিনি আইএএস-এ সফল হন৷