তিন বছরে সেনা প্রকল্পে ১.৭৮ লক্ষ কোটি টাকা মঞ্জুর করেছে মোদী সরকার


গত তিন বছরে প্রতিরক্ষা মন্ত্রকের ১১১টি প্রকল্পে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। যার আনুমানিক মূল্য ১.৭৮ লক্ষ কোটি টাকা। মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে প্রতিরক্ষা সেক্টরের জন্য এই পরিমাণ অর্থবরাদ্দ করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে লোকসভায় জানান, ২০১৫-১৮ সালের মধ্যে কেন্দ্র সরকার অ্যাকসেপ্টেন্স অব নেসেসিটি হিসাবে ১১১টি প্রতিরক্ষা প্রস্তাবে সায় দিয়েছে। তাতে খরচ পড়বে মোট ১লক্ষ ৭৮ হাজার ৯০০ কোটি টাকা। তবে ভারতীয় সংস্থার মাধ্যমেই মেক ইন ইন্ডিয়া প্রকল্পে এগুলি বানাতে হবে বলে জানানো হয়েছে। সেইমতো প্রস্তাব পাশ হয়েছে।

আগামী কয়েক বছরে হেলিকপ্টার, ফাইটার এয়ারক্র্যাফ্ট, সাবমেরিন তৈরি করে সেনার চাহিদা পূরণ করা হবে। এর মধ্যে বেশ কিছু প্রকল্প শুরু করে কিছু বায়ুসেনা বিমান ডেলিভারিও দেওয়া হয়েছে। এতে বড় ভূমিকা নিচ্ছে হ্যাল সংস্থা।

১৬টির মধ্যে ১০টি যুদ্ধবিমান ডেলিভারি দেওয়া হয়েছে। বাকী ৬টি এবছরের মার্চ মাসের মধ্যে বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে।