ICC মহিলা টি২০ বিশ্ব একাদশের নেতৃত্বে হরমনপ্রীত


আইসিসি মহিলা টি২০ ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হলেন হরমনপ্রীত কাউর। দলে রয়েছেন তাঁর দুই সতীর্থ ওপেনার স্মৃতি মান্ধানা এবং লেগ স্পিনার পুনম যাদব। আইসিসি মহিলা ODI ক্রিকেট দলেও জায়গা পেয়েছেন মান্ধানা ও যাদব। সেই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিউ জিল্যান্ডের সুজি বেটস।

সোমবার দুটি দলের খেলোয়াড় নির্বাচন করেন লিসা স্থালেকর, শার্লট এডওয়ার্ডস, আঞ্জুম চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেট তারকা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে গঠিত ভোটিং অ্যাকাডেমি। ২০১৮ সালের পারফর্ম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করা হয়েছে বলে জানা গিয়েছে।

আইসিসি মহিলা টি২০ ক্রিকেট বিশ্বকাপে ভারতকে সেমিফাইনালে তোলার কৃতিত্ব হিসেবে হরমনপ্রীতকে আইসিসি দলের নেতৃত্ব দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে।

ওই প্রতিযোগিতায় তিনি মোট ১৮৩ রান করেন, যার স্ট্রাইক রেট ১৬০.৫। গোটা বছরের হিসেবে ১২৬.২ স্ট্রাইক রেট-সহ তাঁর সংগ্রহ ৬৬৩ রান। মহিলা টি২০ ক্রিকেট ব্যাটারদের র‌্যাংকিং তালিকায় তাঁর স্থান তিন নম্বরে।

অধিনায়ক নির্বাচিত হয়ে বিস্মিত ঊনত্রিশের হরমনপ্রীত নিজে। অকপটে তিনি জানিয়েছেন, 'সত্যি বলতে কি, খুবই অবাক হয়েছি। গত দুই বছরে আমরা খুব বেশি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাইনি। এই কারণে দলের মনোবল গড়তে আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। সাফল্যের কৃতিত্ব আমার সব সতীর্থদের।'

আইসিসি মহিলা টি২০ ক্রিকেট দলে পাঁচ দেশের খেলোয়াড়রা স্থান পেয়েছেন। এই প্রথম সেই দলে অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশের ক্রিকেটার ডানহাতি লেগ স্পিনার রুমনা আহমেদ। পাশাপাশি, ODI দলে মোট সাত দেশ থেকে ক্রিকেটার নির্বাচন করা হয়েছে। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে নিউ জিল্যান্ডকে দ্বিতীয় স্থানে তোলার কৃতিত্ব হিসেবে অধিনায়কত্ব পেয়েছেন সুজি বেটস।
আইসিসি মহিলা ODI দল: স্মৃতি মান্ধানা (ভারত), ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড), সুজি বেটস (নিউ জিল্যান্ড, অধিনায়ক), ডেন ভ্যান নাইকার্ক (দক্ষিণ আফ্রিকা), সোফি ডেভাইন (নিউ জিল্যান্ড), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), ম্যারিজ্যান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), ডিয়্যান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), সানা মির (পাকিস্তান), সোফি একলেস্টোন (ইংল্যান্ড), পুনম যাদব (ভারত)।

আইসিসি মহিলা টি২০ দল: স্মৃতি মান্ধানা (ভারত), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া, উইকেটরক্ষক), সুজি বেটস (নিউ জিল্যান্ড), হরমনপ্রীত কাউর (ভারত, অধিনায়ক), নাটালি শিভার (ইংল্যান্ড), এলিসি পেরি (অস্ট্রেলিয়া), অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া), লে ক্যাসপেরেক (নিউ জিল্যান্ড), মেগ্যান স্কাট (অস্ট্রেলিয়া), রুমনা আহমেদ (বাংলাদেশ), পুনম যাদব (ভারত)।