মমতার শিকাগো সফর নিয়ে আবেদন আসেনি বলে জানাল বিদেশমন্ত্রক

মমতা বন্দ্যোপাধ্যায় ও রাভিশ কুমার
     
দিল্লি : মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর নিয়ে কোনও আবেদনই আসেনি। গতকাল একথাই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার।

এপ্রসঙ্গে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফরের ক্লিয়ারেন্স চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনও আবেদনই আসেনি। তাই তাঁকে অনুমতি না দেওয়ার যে অভিযোগ উঠছে তা সত্যি নয়।"

মঙ্গলবার স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তিতে বেলুড় মঠে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, "বিবেকানন্দ শিকাগোতে গিয়ে বিশ্ববাসীর মন জয় করেছিলেন। শিকাগোর যে হলে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন আমরা এবছর সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম। আমন্ত্রণটা ছিল মূলত রামকৃষ্ণ মিশনের। কিন্তু, কিছু ষড়যন্ত্রকারীর জন্য তা সম্ভব হয়নি। তারাই একাজ করেছে যারা চায়নি রামকৃষ্ণ মিশন ওখানে অনুষ্ঠানটা করে। অনেকেই হয়তো চায়নি বাংলার মানুষ ওখানে পৌঁছে যাক। এই ঘটনায় আমি সত্যিই খুব দুঃখ পেয়েছি।"

তাঁর এই মন্তব্যের পরেই বিদেশ মন্ত্রকের তরফে গতকাল জানানো হয় মমতার শিকাগোর সফর নিয়ে তাদের কাছে কোনও আবেদন আসেনি।