নমোর ওপর রাসায়নিক হামলার হুমকি, গ্রেপ্তার যুবক


প্রধানমন্ত্রীর ওপর রাসায়নিক হামলা চালানোর হুমকি দিয়ে পুলিশে জালে এক ব্যক্তি। মুম্বই সেন্ট্রাল রেল স্টেশন থেকে কাশীনাথ মণ্ডল নামে ওই ব্যক্তিকে গত ২৭ জুলাই গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা গিয়েছে কাশীনাথ কোনও ভাবে নয়াদিল্লির ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কনট্রোল রুমের নম্বর যোগাড় করে সেখানে ফোন করে। গত শুক্রবার ফোন করে সে জানায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর রাসায়নিক হামলা চালানো হবে। ফোনের সূত্র ধরে এনএসজি জানতে পারে যে মুম্বই থেকে ফোন করেছিল সে। এনএসজি-র থেকে খবর পেয়ে মুম্বই সেন্ট্রাল রেল স্টেশন থেকে কাশীনাথকে গ্রেপ্তার করে পুলিশ। সে তখন সুরাতের ট্রেন ধরার অপেক্ষায় ছিল।

আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা কাশীনাথ পুলিশকে জানিয়েছে যে তার এক বন্ধু ঝাড়খণ্ডে সম্প্রতি মাওবাদী হামলায় মারা গিয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েই এই হুমকি ফোন করে সে।