ছত্তিসগড়ে IED বিস্ফোরণ, হত ৪ CRPF জওয়ান


ছত্তিসগড়ের বিজাপুরে মাওবাদী হামলায় প্রাণ হারালেন ১৬৮ ব্যাটালিয়নের ৪ জওয়ান। আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

শনিবার ২৭ অক্টোবর টহল দেওয়ার সময় আওয়াপল্লি থানার কাছেই একটি বড় মাপের IED বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৪ জওয়ান। এঁদের মধ্যে একজন সাব ইনস্পেক্টর, একজন হেড কনস্টেবল এবং ২ জন কনস্টেবল রয়েছেন। আরও ২ জওয়ান গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছত্তিসগড়ের ডিআইজি পি সুন্দররাজ সাংবাদিকদের এ কথা জানান।

আগামী মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই ঘটনা চিন্তায় রাখবে প্রশাসনকে। ১২ নভেম্বর প্রথম পর্যায়ের ভোট রাজ্যের সমস্ত মাওবাদী উপদ্রুত অঞ্চলে করা হবে। গত অগস্ট মাসে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ড থেকে ৭ হাজার সিআরপিএফ জওয়ানকে ছত্তিসগড়ে মোতায়েন করা হয়। ওই একই মাসে যৌথ অভিযানে সুকমায় ১৫ মাওবাদীর মৃত্যু হয়।