অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে নেই ধোনি


নয়াদিল্লি: অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতের দল বেছে নিলেন নির্বাচকরা। এই দলে রাখা হল না প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক বিরাট কোহলিকে। তাঁর জায়গায় দলের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ফের অধিনায়কত্ব করবেন কোহলি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ হবে ৪ নভেম্বর রবিবার কলকাতার ইডেন গার্ডেনে।

ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া-উভয় দলের বিরুদ্ধে টি ২০ সিরিজে ধোনির পরিবর্তে দলে নেওয়া হয়েছে ঋষভ পন্তকে। দীনেশ কার্তিক থাকছেন ঋষভের কভার হিসেবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের টি ২০ সিরিজে ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধবন, কে এল রাহুল, শ্রেয়স আয়ার, মণীষ পান্ডে, দীনেশ কার্তিক, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পান্ড্য, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, খলিল আহমেদ। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের টি ২০ সিরিজে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক),শিখর ধবন, কে এল রাহুল, শ্রেয়স আয়ার, মণীষ পান্ডে, দীনেশ কার্তিক, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পান্ড্য, ভূবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, খলিল আহমেদ, শাহবাজ নাদিম। 

চোট সারিয়ে ফিট কেদার যাদবকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচে দলে ফেরানো হয়েছে।