আইন করে ব্যাঙ্ক, মোবাইল ফোন সংস্থাগুলিকে আধার ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে, ইঙ্গিত জেটলির


নয়াদিল্লি: সংসদে বিল পাশ করে মোবাইল ফোন সংযোগ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হতে পারে। এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, 'সুপ্রিম কোর্ট আধারকে বৈধ বলে রায় দিয়েছে। যেগুলি অনুমোদন করেনি আদালত, আইন এনে সেগুলিকে বৈধ করা যায়। রায়ে বলা হয়, বেসরকারি সংস্থাগুলি আধার ব্যবহার করতে পারবে না। তবে ৫৭ ধারায় বলা হয়েছে, আইনের মাধ্যমে অন্যদের আধার ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। তাই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলে এক্ষেত্রে সমস্যা থাকবে না।'

সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ফোনের সংযোগের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। কোনও বেসরকারি সংস্থা আধার ব্যবহার করতে পারবে না। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানালেও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল ফোন সংযোগের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার পক্ষে সওয়াল করেছেন জেটলি। তবে সরকার সংসদে এ বিষয়ে বিল পেশ করবে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।