তেলের ছ্যাঁকায় নাভিশ্বাস আম আদমি’র


নয়া দিল্লি: উর্ধ্বমুখী জ্বালানির দাম৷ সোমবার লিটার পিছু পেট্রল ও ডিজেলের দাম বাড়ল যথাক্রমে ২১ ও ২৯ পয়সা৷ এদিন সকাল হতেই জ্বালানির নয়া দাম ঘোষণা করে তেল সংস্থাগুলি৷ ফলে আরও মহার্ঘ পেট্রল ও ডিজেল৷

রাজধানী দিল্লিতে এদিন পেট্রলের দাম প্রতি লিটার ৮২.03 টাকা৷ ডিজেলের দাম লিটার প্রতি ৭৩.৮২ টাকা৷ বানিজ্য নগরী মুম্বইতে লিটার প্রতি পেট্রল ও ডিডেলের দাম যথাক্রমে ৮৭.৫০ টাকা ও ৭৭.৩৭ টাকা৷ কলকাতায় সোমবার প্রতি লিটার পেট্রলের দাম ২১ পয়সা বেড়ে ৮৩.৮৭ টাকা৷ ডিজেলের দাম বেড়েছে ২৯ পয়সা৷ কলকাতায় এদিন ডিজেলের দাম ৭৫.৬৭ টাকা৷

কেন্দ্র ও রাষ্ট্রায়াত্ত তেল সংস্থাগুলির যুক্তি পেট্রল ডিজেলের ক্রমবর্ধমান দাম বাড়ার কারণ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি৷ তবে নাগাড়ে তেলের দাম বাড়ায় বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদী সরকারকে৷

আসন্ন পাঁচ রাজ্যের ভোটে যাতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব না পড়ে তাই তড়িঘড়ি পদক্ষেপ করে কেন্দ্র৷ লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম আড়াই টাকা করে কমানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ কিন্তু তাতেও অবস্থার বদল হয়নি৷ তেলের ছ্যাঁকায় নাভিশ্বাস উঠছে দেশবাসীর৷