৫১টি শাখা বন্ধ করে দিচ্ছে এই ব্যাংক! সমস্যার মুখে গ্রাহকরা


পুনে: দেশ জুড়ে মোট ৫১ টি শাখা বন্ধের সিদ্ধান্ত নিল ব্যাংক অফ মহারাস্ট্র (বিওএম)৷ সূত্রের খবর, খরচ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ ২০৪৩ কোটির আর্থিক কেলেঙ্কারির জন্য কিছুদিন আগেই সংবাদ শিরোনামে উঠে এসেছিল ব্যাংকটির নাম৷ যেখানে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ব্যাংকটির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) রবীন্দ্র মারাঠি সহ আরও পাঁচকে গ্রেফতার করে মহারাস্ট্র পুলিশ৷

পুনেতে অবস্থিত ব্যাংকটির প্রধান দফতর জানাচ্ছে, খরচ কমানোর এই প্রক্রিয়াতে ইতিমধ্যেই (১ অক্টোবর) বন্ধ করা হয়েছে শহরতলির মোট ৫১ টি শাখাকে৷ বড়সড় আর্থিক ক্ষতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিষয়টি নিয়ে মন্তব্য করেন ব্যাংকটির একজন অভিজ্ঞ অফিসার৷ তিনি বলেন, এই ৫১ টি শাখাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেগুলিকে আশেপাশের শাখাগুলির সঙ্গে যুক্ত করা হয়েছে৷

পাবলিক সেক্টর ব্যাংকগুলির মধ্যে ব্যাংক অফ মহারাস্ট্র প্রথম এই ধরণের বড়সড় সিদ্ধান্ত নিল৷ সারা দেশ জুড়ে বিওএমের মোট ১৯০০ টি শাখা রয়েছে৷ যার মধ্যে ঠাণে (৭), মুম্বই (৬), পুনে (৫), জয়পুর (৪), নাসিক(৩), বেঙ্গালুরু (৩), অমরাবতী (২), লাতুর(২), ঔরাঙ্গবাদ (২), জালগাও (২), নাগপুর (২), সাতারা (২), হায়দরাবাদ (২), চেন্নাই (২), নয়ডা (১), কোলকাতা (১), চণ্ডীগড় (১), রায়পুর (১), গোয়া (১), সোলাপুর (১), কোলহাপুর (১) তে বন্ধ করা হয়েছে শাখাগুলিকে৷ বন্ধ হওয়া শাখাগুলির আইএফএসসি এবং এমআইসিআর কোড বাতিল করা হয়েছে৷ বাংক মধ্যস্থ সমস্ত সেভিংস, কারেন্ট অ্যাকাউন্টগুলিকে মার্জ হওয়া শাখাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে৷