লোকসভা নির্বাচনে দেশের প্রতিটি পোলিং স্টেশনে থাকবে নতুন ভিভিপ্যাট, ঘোষণা কমিশনের


লোকসভা ভোটে সারা দেশের মোট ১০.৬ লক্ষ বুথে ভিভিপ্যাট বা ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেইল মেশিন বসবে বলে জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। শনিবার পাঁচ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, তেলাঙ্গানা ও ছত্তিশগড়ে ডিসেম্বরের মধ্যেই ভোটাভুটি ও ফলাফল প্রকাশিত হয়ে যাবে বলে জানা গিয়েছে।


সব পোলিং স্টেশনে ভিভিপ্যাট
কমিশন জানিয়েছে, সারা দেশে একশো শতাংশ পোলিং স্টেশনে যাতে ভিভিপ্যাট দেওয়া যায় সেজন্য বিভিন্ন জেলার আধিকারিকদের প্রাথমিক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। লোকসভায় তা প্রয়োগ করা হবে।
   

তৈরি কমিশন
মোট ২২.৩ লক্ষ ব্যালট ইউনিট, ১৬.৩ লক্ষ কন্ট্রোল ইউনিট ও সবমিলিয়ে মোট ১৭.৩ লক্ষ ভিভিপ্যাট মেশিন আগামী নির্বাচনে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি ইভিএম ও ভিভিপ্যাটের উৎপাদন ও সরবরাহ সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও দেখা হচ্ছে।


ভুল থেকে শিক্ষা
নির্বাচন কমিশনের পোল প্যানেল গত সেপ্টেম্বরে জানায়, অতিরিক্ত ভিভিপ্যাটের ব্যবস্থা এবছর করা হয়েছে। কারণ অতীতে বেশ কিছু মেশিন নির্বাচনের সময় খারাপ হয়ে গিয়ে বিতর্ক তৈরি হয়েছে।