ইস্তফা দিলেন ইন্টারপোল প্রধান মেং হংওয়েই আন্তর্জাতিক শিরোনাম


হংকংঃ নিজের দেশ চিনে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছিলেন আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েই। সেই খবর সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য চিনে আটক করা হয় তাঁকে। রবিবার ইন্টারপোলের তরফে বিবৃতিতে জানানো হয়, ইস্তফা দিয়েছেন মেং হংওয়েই। দ্রুত তাঁর ইস্তফা মঞ্জুরও করবে ইন্টারপোল। তবে ইন্টারপোল সূত্রে খবর, চিনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা চলছে।
গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের লিঁয়োয় ইন্টারপোলের সদর দপ্তর থেকে চিন সফরে বেরিয়ে উধাও হয়ে গিয়েছিলেন মেং। কোনও খোঁজ মিলছিল না তাঁর। তাঁর স্ত্রী গ্রেস মেং পুলিশের কাছে অভিযোগ জানালে তদন্ত শুরু হয়।

২০১৬ সালে ইন্টারপোলের প্রথম চিনা প্রধান হন মেং। ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফ্রান্সের লিঁয়োতেই বসবাস শুরু করেন তিনি। ২০২০ সাল পর্যন্ত ওই পদে থাকার কথা ছিল তাঁর।