কুয়াশা থেকেই তৈরি হবে জল! বিশেষ যন্ত্র আইআইটি মান্ডির গবেষকদের


নয়াদিল্লি: কুয়াশা থেকে জল তৈরির উপায় খুঁজে বার করে ফেলেছেন আইআইটি মান্ডির গবেষকরা। তাঁরা একটি বিশেষ যন্ত্র তৈরি করেছেন। সেই যন্ত্রের মাধ্যমেই কুয়াশাকে কাজে লাগিয়ে জল তৈরি করা সম্ভব। এ বিষয়ে আইআইটি মান্ডির অধ্যাপক বেঙ্কট কৃষ্ণন জানিয়েছেন, 'শুখা ও আংশিকভাবে শুখা অঞ্চলে এমন অনেক গাছ আছে যেগুলির পাতা শিশির ও কুয়াশা থেকে জল সংগ্রহ করে। তারা যদি সেটা করতে পারে, তাহলে আমরাও পারি।'

সারা বিশ্বেই পানীয় জলের চাহিদা বেড়ে চলেছে। সেই চাহিদা মেটানোর জন্য সারা বিশ্বের বিজ্ঞানীরাই অপ্রচলিত সূত্র থেকে জল সংগ্রহের লক্ষ্যে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে আইআইটি মান্ডির গবেষকদের দাবি, এক্ষেত্রে তাঁরা সাফল্য পেয়েছেন। একটি সাময়িক পত্রিকায় এই গবেষণার বিষয়টি প্রকাশিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়েই গবেষণা শুরু করেন। ভারতে জনসংখ্যা যেভাবে বেড়ে চলেছে, তাতে পানীয় জলের চাহিদা মেটানো জরুরি। সেই কারণেই কুয়াশা থেকে জল সংগ্রহ করার উপায় খুঁজে বার করা হয়েছে।