ভোটগ্রহণ পর্বের মাঝেই পাথর ছোঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত ভূ-স্বর্গ


শ্রীনগর: সন্ত্রাসবাদীদের হুমকি এবং কয়েকটি রাজনৈতিক দলের (ন্যাশনাল কনফারেন্স ও মেহবুবা মুফতির পিপল'স ডেমোক্রেটিক পার্টি) বয়কটের মাঝেই আজ সোমবার জম্মু-কাশ্মীরে চলছে পুরসভা নির্বাচন৷ সকাল ৭টা থেকেই এই ভোটগ্রহণ পর্ব চলছে৷ আর এই ভোটগ্রহণকে কেন্দ্র করে পরিস্থিতি যেন উত্তপ্ত না হয়ে ওঠে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করে দেওয়া হয়েছে৷ প্রথম পর্বে ১১জেলায় ভোটগ্রহণ হবে৷

তবে এই প্রক্রিয়া চলাকালীনই বান্দিপোরায় একটি পোলিং বুথে পাথর ছোঁড়ার কাণ্ড ঘটে৷ কিছু বিক্ষোভাকারী পাথর ছুঁড়তে শুরু করে৷ এতে বিজেপির আদিল আহমেদ বহরু আহত হন বলে জানা যায়৷ তিনি বান্দিপোরার ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে লড়ছেন৷

সোমবার যে সব জেলাতে ভোটগ্রহণ চলছে তার মধ্যে রয়েছে অনন্তনাগ(৪ ওয়ার্ড), বাদগাম (১ ওয়ার্ড), বান্দিপোরা (১৬ ওয়ার্ড), বারামুলা (১৫ ওয়ার্ড), জম্মু (১৫৩ ওয়ার্ড), কারগিল (১৩ ওয়ার্ড), কূপওয়াড়া (১৮ ওয়ার্ড), লেহ (১৩ ওয়ার্ড), পুঞ্চ (২৬ ওয়ার্ড), রাজৌরি (৫৯ ওয়ার্ড), শ্রীনগর (৩ ওয়ার্ড)৷ কিছু কিছু সিটে প্রার্থীরা না দাঁড়ানোর জন্য প্রথম থেকেই নিজেদের জয়ী ঘোষণা করেছেন বিজেপির প্রার্থীরা৷

তবে এই ভোটগ্রহণে যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে৷ তবে অন্যান্য এলাকাতে ইন্টারনেট থাকলেও তার স্পীড ২জি-তে সীমাবদ্ধ রাখা হয়েছে৷ রবিবারই এলাকাগুলিতে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তাকর্মীরা৷ প্রসঙ্গত, এই নির্বাচন চার ভাগে হবে৷ ৮ অক্টোবরের পর, ১০, ১৩ এবং ১৬-তে বাকি ভোটগ্রহণ সম্পন্ন হবে৷ এবং এর গণনা ২০অক্টোবর৷ মোট প্রার্থীর সংখ্যা ২,৯৯০৷