২০২২ সালে ফ্রান্স ও যুক্তরাজ্যের চেয়েও বেশি কোটিপতি থাকবে ভারতে, বলছে রিপোর্ট


নিউ ইয়র্ক: ২০২২ সালের মধ্যে ফ্রান্স,রাশিয়া ও যুক্তরাজ্যের তুলনায় ভারতবর্ষে ধনকুবেরের সংখ্যা বেশি হবে যাদের মোট সম্পত্তির পরিমাণ হবে প্রায় ৩,৫০০ কোটি টাকা । নিউ ইয়র্কের এস্টেট সংস্থা নাইট ফ্র্যাঙ্কের একটি রিপোর্টে এই রকমই তথ্য তুলে ধরা হয়েছে । ২০১৭ সালে ভারতে প্রায় ২০০ জন কোটিপতি ছিল যা ২০২২-এ বেড়ে হবে ৩৪০। ২০২২-এ ফ্রান্সে অর্থবান ব্যক্তির সংখ্যা হবে ৩১০, যুক্তরাজ্য ও রাশিয়ায় হবে ২২০।

সম্পদ প্রতিবেদন অনুযায়ী আগামী বছরে এশিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণে অনেক কারণেই বৃদ্ধি পেতে চলেছে কোটিপতির সংখ্যা । সমগ্র এশিয়ায় ধনকুবেরের সংখ্যা হতে পারে ৩,০০০ । অর্থবান নাগরিকের সংখ্যার দিক দিয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যকেও অতিক্রম করবে ভারত । আন্তর্জাতিক অর্থনীতিতে এশিয়ার উপস্থিতিও বহুগুণে বৃদ্ধি পাবে।

যদিও এই তালিকার শীর্ষে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ধনশালী নাগরিকের সংখ্যা ১৮৩০ থেকে বেড়ে হবে ২,৫০০ । মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই থাকতে পারে চিন ও জাপান । রিপোর্ট অনুযায়ী, অর্থবান নাগরিকের সংখ্যার দিক দিয়ে ইতিমধ্যেই ইউরোপকে ছাড়িয়ে গিয়েছে উত্তর-আমেরিকা ।