প্রথম মহিলা হিসেব ৩০০ উইকেট ঝুলনের, রেকর্ড মিতালিরও

নতুন রেকর্ড ঝুলনের।

ঝুলন গোস্বামী ফের নজির গড়লেন। এ বার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট নিলেন তিনি। একই সঙ্গে ভারত অধিনায়ক মিতালি রাজও গড়লেন অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি একদিনের ম্যাচ খেলার রেকর্ড।

মঙ্গলবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডে ম্যাচে নয় উইকেটে হারিয়েছে ভারত। সেই ম্যাচেই দুই উইকেট নিয়েছিলেন ঝুলন। প্রথম উইকেট নিয়েই তিনি পৌঁছন ৩০০ উইকেটে।

এখন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর মোট শিকার সংখ্যা হল ৩০১। এর মধ্যে টেস্টে এসেছে ৪০ উইকেট, একদিনের ক্রিকেটে এসেছে ২০৫ উইকেট, টি-টোয়েন্টিতে এসেছে ৫৬ উইকেট। একদিনের ক্রিকেটে তিনিই একমাত্র ক্রিকেটার যাঁর দুশো উইকেট রয়েছে।

অন্য দিকে, মিতালি রাজ আবার ১১৮ বার দেশকে নেতৃত্ব দিলেন ওয়ানডে ফরম্যাটে। যা রেকর্ড। ইংল্যান্ডের শার্লটে এডওয়ার্ডস ১১৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁকে টপকে গেলেন মিতালি। এই তালিকার তিন রয়েছেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। তিনি ১০১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়াকে।