ফের কমল টাকার দাম! বিদেশি সংস্থার শেয়ার বিক্রির ধুম


ফের কমল টাকার দাম। বুধবার ১২ সেপ্টেম্বর যা পৌঁছে যায় এযাবত সর্বনিম্ন স্তরে। এদিন বাজার খোলার পর টাকার মূল্য মঙ্গলবারের থেকে ৫ পয়সা কমে গিয়ে দাঁড়ায় ডলার পিছু ৭২.৭৫ টাকায়। পরে তা নেমে যায় ৭২.৯২-এ।

বিদেশি সংস্থাগুলি মঙ্গলবার দেশের বাজারে থাকা তাদের শেয়ার বিক্রি জোরদার করে। তিনমাসের মধ্যে এদিনই সর্বোচ্চ ১,৪৫৪ কোটি টাকার শেয়ার বিক্রি করে দেয় তারা।

শেয়ার বিশেষজ্ঞদের মতে টাকার দাম কমতে থাকায় মুদ্রাস্ফীতি হওয়ার সম্ভাবনা। আর সেই সঙ্গে সুদের হারও বেড়ে যেতে পারে। শুধুমাত্র গত মাসেই টাকার দাম ৫ শতাংশ কমেছে। এখনও পর্যন্ত এই বছরে টাকার দাম কমেছে প্রায় ১২ শতাংশের ওপর।

বিশ্বের বাজারে তেলের দাম বাড়তে থাকায় আর ভারতের জ্বালানি তেলের ৮০ শতাংশ আমদানি হওয়ায়, কারেন্ট অ্যাকাউন্টে পাঁচ বছরের মধ্যে সবথেকে বেশি ঘাটতি দেখা দিয়েছে।