স্বপ্নাকে আধুনিক চিকিৎসার সব সুবিধা দিতে চায় এইমস


হেপটাথ্যালন বিভাগে এশিয়ান গেমস-এ সোনা জয়ী অ্যাথলেট স্বপ্ন বর্মন দেশের গর্ব। তাঁর দাঁতের সংক্রমন এবং লোয়ার ব্যাকের যন্ত্রণার যথাযথ চিকিত্‍সার দায়িত্ব নিতে প্রস্তুত AIIMS। স্বপ্নাকে আধুনিক চিকিত্‍সার সব সুবিধে দিতে চায় তারা। AIIMS-এর তরফে জানানো হয়েছে, 'আপনি দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছেন। এবার আমাদের পালা। আপনার সব যন্ত্রণার অবসান করে আপনার মুখে হাসি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। এইমস-এর ২ হাজার রেসিডেন্ট ডাক্তার আপনাকে সেরা চিকিত্‍সা দেওয়ার জন্যে সর্বদা প্রস্তুত।' 

কিছুদিন আগেই স্বপ্না বর্মনের কোচ সুভাষ সরকার জানিয়েছিলেন স্বপ্নার লোয়ার ব্যাকের সমস্যা নিরাময়ের জন্যে বেশ কিছু ডাক্তারি পরীক্ষা হবে এবং প্রয়োজনে অস্ত্রোপচারও হতে পারে। তিনি এও জানান, স্বপ্নার বর্তমানে যে শারীরিক অবস্থা, তাতে কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। 
 AIIMS-এর হরজিত্‍ সিং ভাট্টি জানিয়েছেন, 'গত এক বছর ধরে স্বপ্না লাম্বার অংশে যন্ত্রণায় ভুগছেন। তিনি আগামীদিনে অস্ত্রোপচারের কথাও ভাবছেন। তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন। এবার আমাদের পালা ওঁর পাশে দাঁড়ানোর। AIIMS-এর চিকিত্‍সার মান সারা দেশে সর্বশ্রেষ্ঠ। আমাদের সেরা পরিষেবা ও চিকিত্‍সা দেওয়ার সব চেষ্টা করব। '