মেয়ে-বোনের জন্যেও মিলবে পিতৃত্বকালীন ছুটি


কলকাতা: রাজ্য সরকারি চাকুরিরত পুরুষদের জন্য সুখবর৷ তাদের পিতৃত্বকালীন ছুটি বাড়তে পারে রাজ্যে৷ এমনই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার৷

বর্তমান নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীরা ৩০ দিন পিতৃত্বকালীন ছুটি পান৷ সেই ছুটি আরও ১৫ দিন বাড়িয়ে ৪৫ দিন করতে চায় রাজ্য সরকার৷ জানা গিয়েছে, পিতৃত্বকালীন ছুটি বাড়াতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন প্রস্তাব দেয় অর্থ দফতরকে৷

সেই প্রস্তাবকে মান‍্যতা দিতে এমন‌ই সিদ্ধান্ত নিতে পারে সরকার। নবান্ন সূত্রে এমনটাই খবর৷ মুখ‍্যমন্ত্রীর অনুমোদন পেলেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে পারে রাজ্য সরকার। পাশাপাশি রাজ‍্য সরকারি কর্মচারীদের স্ত্রী ছাড়াও যদি অন‍্য কোনও নির্ভরশীল থাকে (বোন,দিদি,মেয়ে ইত‍্যাদি) তাদের জন‍্যেও এই ছুটির আবেদন করতে পারবেন কর্মীরা।