ইজিপ্টে উদ্ধার শিশু–পশু সহ ৪০টি মমি


ইজিপ্টের কবরস্থান থেকে উদ্ধার হল ৪০টি মমি। ওই মমিগুলি টলেমি যুগের বলে জানিয়েছেন দেশের পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী।

পুরাতত্ত্ব বিভাগের মন্ত্রী খালেদ এল–এনানি জানান, প্রাপ্তবয়স্ক, শিশু ও পশুদের মমিগুলি মাটিতে শোয়ানো অবস্থায় ছিল। মাটির ক্ষয়ে যাওয়া কফিনে করে ওই মমিগুলি ভূগর্ভে রাখা ছিল সযত্নে। তিনি বলেন, '‌মোট ৪০টি মমি উদ্ধার হয়েছে।'‌ পুরাতত্ত্ববিদ রামি রসমি বলেন, '‌১২টি শিশু ও ৬টি পশু সহ ৪০টি মমি উদ্ধার হয়েছে। এই মমিগুলির মধ্যে প্রাপ্তবয়স্ক মহিলা ও পুরুষরাও রয়েছে।'‌ ইজিপ্টে যখন এই মমি পদ্ধতি চালু হয়, তা সবচেয়ে বেশি দেখা গিয়েছিল টলেমির রাজত্বকালে। এরপর এই রাজত্ব সামলেছেন আলেকজান্দ্রার দ্য গ্রেট। ৩২৩ থেকে ৩০ খ্রীষ্ট জন্মের পর এই মমি প্রথা দেখা গিয়েছিল ইজিপ্টে। গত বছর ফেব্রুয়ারির শেষের দিকে উদ্ধার হয় এই মিনিয়া কবরস্থল। গবেষকদের অনুমান, এই মমিগুলি কোনও ছোট পরিবারের সদস্যদের। ৯ মিটার নীচে ভূগর্ভে দু'‌টি সমাধি উদ্ধার হয়েছে। মোট ছ'‌টি ঘরে এই দেহগুলি রাখা ছিল। সমাধি থেকে বেশ কিছু মাটির পাত্র ও প্যাপিরাসের টুকরো পাওয়া গিয়েছে। গবেষকরা এগুলি সংগ্রহ করে পরীক্ষা করে দেখবে এগুলি কোন সময়ের।