মরুরাজ্যে মৃত্যুমিছিল: সোয়াইন ফ্লুয়ে মৃত্যু ছুঁল ৮৪


সোয়াইন ফ্লু আক্রমণের জেরে মরুরাজ্যে মৃত্যুমিছিল অব্যাহত। শনিবার সরকারি একটি সূত্রে সোয়াইন ফ্লুয়ে এ পর্যন্ত ৮৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা শনিবার জানিয়েছেন, সাধারণ মানুষ H1N1 ভাইরাসে আক্রান্ত কি না, নিশ্চিত হতে রাজ্যের সমস্ত জেলায় সরকারি উদ্যোগে রক্তপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বরমার ও উদয়পুরে ফ্লু আক্রান্ত আরও দু-জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ হয়েছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে মোট ফ্লু আক্রান্ত ২,২৮৯। তিনি জানান, তিনটে প্রাইভেট ল্যাবরেটরি-সহ মোট ১১টি জায়গায় এখন H1N1 ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। খুব শিগগিরই ৫০টি কেন্দ্রে এই পরীক্ষা করানো যাবে।