হিরে রয়েছে এই বিশ্বাসে ১০০০ কেজির মূর্তি চুরি করল চোরেরা


‌অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এক শিবমন্দির থেকে ১০০০ কেজি নন্দীর মূর্তি চুরি যাওয়ার ঘটনায় পুলিস ১৫ জনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি রাতে রামচন্দ্রপুরমের ৪০০ বছরের পুরনো অগাস্থিস্বরা স্বামীর মন্দির থেকে এই মূর্তি চুরি হয়েছিল। শনিবার পুলিস এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করেছে। পুলিস যদিও মন্দির থেকে ৫০ কিমি দূরে ভাঙা নন্দীর মূর্তি উদ্ধার করেছে।

পুলিস জানিয়েছে, ধৃতরা ওই নন্দীর মূর্তিতে হিরে রয়েছে এই বিশ্বাসে ওই ১০০০ কেজির মূর্তিটি চুরি করেছিল। তারা ওই মূর্তিটি নিয়ে একটি খালের ধারে যায় এবং মূর্তিটি ভাঙে। কিন্তু কোনও মূল্যবান পাথর খুঁজে পায়নি তারা। পুলিসের অনুমান, এই চুরির ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। পুলিসের এক আধিকারিক জানিয়েছে, দল গঠন করে এই ঘটনার তদন্ত করা হচ্ছে। পুলিস স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অভিযুক্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। কীভাবে ওই বিরাট মূর্তিটি চোরেরা নিয়ে গেল তা নিয়েও উঠছে প্রশ্ন। ওই মন্দিরে সি সি ক্যামেরা না থাকায় পুলিসের তদন্তে একটু সমস্যা হচ্ছে।