আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত


নয়াদিল্লি: দেশের স্থলবাহিনীর অস্ত্রের ভাণ্ডার ভরিয়ে তুলতে বড় পদক্ষেপ নিল প্রতিরক্ষামন্ত্রক৷ লাল ফিতে ফাঁস খুলে আমেরিকা থেকে বিপুল পরিমাণ অ্যাসল্ট রাইফেল কেনার অনুমোদন দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন৷ এর ফলে দেশের স্থলবাহিনী ৭৩ হাজার অ্যাসল্ট রাইফেল পাবে৷ জি নিউজ জানিয়েছে এই খবর৷

রিপোর্ট অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এই প্রস্তাবে সায় দিয়েছেন৷ যে অস্ত্র আমেরিকা আসবে সেগুলি চিন সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের সরবরাহ করা হবে৷ আধুনিক প্রযুক্তিতে তৈরি এই রাইফেল মাকিন সেনা তো বটেই অনেক ইউরোপের অনেক দেশও ব্যবহার করে৷

প্রতিরক্ষামন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে জি নিউজ জানিয়েছে, চলতি সপ্তাহে অস্ত্র কেনার চুক্তি চূড়ান্ত হবে৷ মার্কিন ওই অস্ত্র কোম্পানিকে এক বছর সময় দেওয়া হয়েছে৷ এই এক বছরের মধ্যে ৭৩ হাজার অ্যাসল্ট রাইফেল ভারতের হাতে তুলে দিতে হবে৷ স্থলবাহিনীর জওয়ানরা আইএমনএসএএস রাইফেল ব্যবহার করে থাকে৷ সেই রাইফেলের জায়গায় জওয়ানদের হাতে উঠবে অ্যাসল্ট৷

অ্যাসল্ট রাইফেল আগেও ব্যবহার করত ভারতীয় সেনা৷ তবে সেটা ছিল দেশীয় প্রযুক্তিতে তৈরি৷ সেই রাইফেল তৈরি হত পশ্চিমবঙ্গের ইছাপুরের রাজ্য পরিচালিত রাইফেল ফ্যাক্টরিতে৷ কিন্তু ফায়ারিং টেস্টে এই রাইফেল ডাহা ফেল করায় তা বাতিল করে দিতে বাধ্য হয় ভারতীয় সেনা৷ তারপর থেকে গ্লোবাল মার্কেট থেকে অস্ত্র কেনার দিকে ঝোঁকে ভারত৷ ২০১৭ সালের অক্টোবর মাসে ভারতীয় সেনা ৭ লক্ষ রাইফেল, ৪৪ হাজার লাইট মেশিন গান ও ৪৪ হাজার ৬০০ কার্বাইন কেনার প্রক্রিয়া শুরু করে৷ কিন্তু নানা কারণে বারবার অস্ত্র কিনতে দেরি হয়৷ আইএমনএসএএস রাইফেল রিপ্লেস করতে ভারতীয় সেনার এই মুহূর্তে ৭ লক্ষ ৭.৬২x৫১ মিমি অ্যাসল্ট রাইফেল দরকার৷