আসছেন মোদী, নিরাপত্তা ঘেরাটোপে কাশ্মীর


নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ডালি নিয়ে কাশ্মীরে আজ যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রবিবার জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় করবেন জনসভা৷ তার আগে বিজয়পুরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন৷ মোদীর সফরের আগে গোটা কাশ্মীরকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হয়েছে৷ মাছিও যাতে গলতে না পারে এতটাই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা৷

জম্মু কাশ্মীরের বিধানসভা ভেঙে যাওয়ার পর এটাই মোদীর প্রথম কাশ্মীর সফর৷ তাই মোদীর নিরাপত্তায় এতটুকুও ফাঁকফোকর না থাকে তার জন্য চতুর্স্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ এছেড়া শনিবার রাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন রাজ্যপালের দুই দূত কে বিজয় কুমার ও স্কন্দন কৃষ্ণান৷ তাঁরা সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন৷ ওইদিন রাতেই অতিরিক্ত আট কোম্পানি সেনা নামানো হয়েছে৷ রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ স্টেশন, সীমান্তে রাতে কড়া নজরদারি রাখা হয়েছে৷  টহল দিচ্ছে সেনা৷ গোটা কাশ্মীর যেন দূর্গে পরিণত হয়েছে৷

মোদীর জনসভাকে ঐতিহাসিক করে তুলতে চেষ্টার কোনও কসুর করছে না রাজ্য বিজেপি৷ কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রাইনা জানান, এক ঐতিহাসিক ব়্যালির সাক্ষী থাকবে গোটা কাশ্মীর৷ সব স্তরের মানুষ উপস্থিত হবে জনসভায়৷ জম্মুতে প্রধানমন্ত্রীর বিমান নামার পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে৷ এরপর সেখান থেকে সোজা চলে যাবে এইমসের ভিত্তি প্রস্তর স্থাপনে৷ ওই মাঠেই হবে জনসভা৷ যে জনসভায় অন্তত ২ লক্ষ মানুষ উপস্থিত থাকবেন৷

সেখান থেকে মোদী যাবেন জম্মু, শ্রীনগর ও লেহ৷ জম্মু ও কাশ্মীর উপত্যকা মিলিয়ে মোট ৪৪ হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন৷ যার মধ্যে রয়েছে লাদাখ বিশ্ববিদ্যালয়৷ এই প্রথম ওই চত্বরে তৈরি হতে চলেছে কোনও বিশ্ববিদ্যালয়৷ যাবেন শ্রীনগরের বিখ্যাত পর্যটন কেন্দ্র ডাল লেকে৷ সেখানে তিনি বিভিন্ন রাজ্যের ছাত্রদের সঙ্গে কথা বলবেন৷ কাশ্মীরের সদ্যগঠিত পঞ্চায়েত প্রধানদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সারবেন মোদী৷ এর আগে ২০১৮ সালের ১৯ মে কাশ্মীর এসেছিলেন মোদী৷ শ্রীনগর-লেহ জাতীয় সড়কের উপর জোজিলা টানেল প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন তিনি৷