আকাশে উড়ল মাইনসুইপার, ল্যান্ডমাইন কোথায় জানিয়ে দেবে স্যাটেলাইট!


গত ১৭ বছরে ভারতে মাটির নীচে লুকনো ল্যান্ডমাইনে পা পড়ে মৃত্যু হয়েছে ৩,৭০০ জনের। এই একটা তথ্যই বোধহয় HysIA স্যাটেলাইটের প্রয়োজনীয়তা বোঝাতে যথেষ্ট। বৃহস্পতিবার এই কৃত্রিম উপগ্রহটি সভল ভাবে উত্‍‌ক্ষেপণ করতে সক্ষম হল ইসরো। এই কৃত্রিম উপগ্রহ আকাশ থেকেই বলে দেবে মাটির নীচে কোথায় লুকনো রয়েছে ল্যান্ডমাইন। 

মাটি থেকে ৬০০ কিলোমিটার ওপরে পৃথিবীকে ঘিরে প্রদক্ষিণ করবে HysIA। মাটির নীচে ৫ সেন্টিমিটার পর্যন্ত ধরা পড়বে এর ক্যামেরায়। শুকনো জমি, জলাভূমি, বরফে ঢাকা জমি বা মরুভূমি, সর্বত্রই কড়া নজর রাখবে এই উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা। কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই লুকনো ল্যান্ডমাইনের হদিশ মেলায় বহু মানুষের প্রাণ বাঁচবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও কৃষিকাজেও সাহায্য করবে HysIA। ভালো ফসলের থেকে খারাপ ফসলকে আলাদা করে দেখানোরও ক্ষমতা রয়েছে এর মধ্যে। তবে আইআইটি ম্যাড্রাসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক উদয় কে খানখোজে জানিয়েছেন যে রাডারের মত অত ভালো না হলেও এই কৃত্রিম উপগ্রহ অত্যন্ত কার্যকরী হবে বলেই আশা করা হচ্ছে। এতদিন পর্যন্ত শুধু আমেরিকা ও চিনের কাছেই এই প্রযুক্তি ছিল।