চিনে জলের তলায় ছুটবে এই বুলেট ট্রেন !


বেজিং: দেশে প্রথম আন্ডারওয়াটার বুলেট ট্রেন তৈরির প্রোজেক্টে অনুমতি দিল চিনা সরকার৷ বৃহস্পতিবার সংবাদ সূত্রে জানা যায়, সাংহাইয়ের দক্ষিণে পোর্ট সিটি নিংবোর সঙ্গে ঝাউসানকে যুক্ত করবে৷

প্রস্তাবিত এই আন্ডারওয়াটার টানেল ৭৭ কিলোমিটার ইয়ং-ঝাউ রেলওয়ে প্ল্যানের একটি অংশ যা পর্যটনকেও উৎসাহিত করবে বলে আসা করা হচ্ছে৷

২০০৫ সালে এই পরিকল্পনার কথা প্রথম জানানো হয়েছিল৷ নভেম্বরে বেজিং তাতে অনুমতি দিল৷ ৭৭ কিলোমিটারের এই রাস্তায় প্রায় ৭০.৯২ কিমি ট্র্যাক নতুন তৈরি করা হয়েছে, যার মধ্যে ১৬.২ কিমি আন্ডারসি সেকশন রয়েছে৷

মাত্র ৮০ মিনিটেই পর্যটকদের হ্যাংঝাউ থেকে ঝাউসান নিয়ে যাবে এই বুলেট ট্রেনটি৷ বর্তমানে এই রাস্তা বাসে যেতে সময় লাগে প্রায় ৪.৫ ঘন্টা এবং প্রাইভেট গাড়িতে ২.৫ঘন্টা৷

সমগ্র রাস্তায় সাতটি স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে৷ ২০১৯-এই এই প্রোজেক্ট শুরু হওয়ার কথা যা শেষ হতে হতে ২০২৫ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে৷