‘বন্যা মোকাবিলায় ২৭৬৮ কোটি ব্যয়ে নিম্ন দামোদর অববাহিকা পরিকল্পনা’


কালনা: বর্ধমানের কালনার সরকারি সভা থেকে বিষমদ কাণ্ড নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিষমদ কেন খান? প্রশ্ন মুখ্যমন্ত্রীর৷ এই প্রসঙ্গে নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানান তিনি৷ সেই সব পরিবারের পাশে সরকার রয়েছে বলেও জানান৷ তিনি বলেন এই বিষয়ে সামাজিক সচেতনতা বাড়াতে হবে৷ বিষ মদ যেন বিক্রি না হয়, সে বিষয়ে জেলা প্রশাসনকে সচেতন থাকতে নির্দেশ দিয়েছেন তিনি৷

পাশাপাশি এদিন নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন ২৭৬৮ কোটি টাকায় নিম্ন দামোদর অববাহিকা পরিকল্পনা তৈরি করেছে রাজ্য সরকার৷ এর ফলে সেচের জলের সমস্যা মিটবে৷ সর্বোপরি মিটবে বন্যার সমস্যা৷

তিনি বলেন বর্ধমান জেলায় রয়েছে মাটি তীর্থ৷ কেন্দ্র বলেছে ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবে৷ কিন্তু বাংলার কৃষকদের আয় ইতিমধ্যেই আমরা তিন গুণ বাড়িয়েছি৷

মুখ্যমন্ত্রী বলেন মেদিনীপুর থেকে বর্ধমান হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত রাস্তা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার৷ আগামি ২-৩ বছরের মধ্যেই সেই পরিকল্পনার ফল মিলবে৷ ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যায়ে রাস্তা তৈরি হবে৷ আসানসোল পানাগড় হয়ে যাবে এই রাস্তা৷ কালনার মানুষ এই রাস্তার সুফল পাবেন৷ কারণ ইতিমধ্যেই কালনায় পর্যটন পরিষেবার মানোন্নয়ন করা হয়েছে৷

কালনার অঘোরনাথ পার্কে সরকারি সভা থেকে এদিন তিনি বলেন, ৭ বছরে ৪৩০টি প্রশাসনিক বৈঠক করা হয়েছে৷ এদিন একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ এদিন কন্যাশ্রী নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন ১ লক্ষ কৃষককে ১ হাজার টাকা করে পেনশন দেওয়া হচ্ছে৷ বর্ধমানের চাষীদের স্বার্থে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ লক্ষাধিক কর্মসংস্থান হবে৷ ১০০ দিনের কাজে প্রথম বর্ধমান৷ কৃষকের সব খাজনা মকুব করা হয়েছে৷ জোর করে কোনও প্রকল্পের জন্য জমি নেওয়া হবে না৷ সেচের সমস্যার সমাধান হবে৷

এদিন সিপিএমকে একহাত নেন তিনি৷ পূর্বতন বাম সরকারকে কটাক্ষ করে তিনি বলেন বাংলাকে নিয়ে আর ছেলেখেলা করতে দেবনা৷ অনেক ধর্মঘট করেছেন৷ এদিন তিনি ডানকুনি বাঁকুড়া ফ্রেট করিডরের বিষয়ে উল্লেখ করেন৷ বর্ধমান জেলা জুড়ে ১০৬টি জলের প্রকল্পের ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী৷