খুব শীঘ্রই বাজার কাঁপাতে আসছে 'কন্যাশ্রী কলম', নাম রেখেছেন মুখ্যমন্ত্রী নিজেই


পরিবেশ বান্ধব কলম তৈরি করছেন বাংলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পুরুলিয়ার একদল মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাগজ দিয়ে পরিবেশ বান্ধব পেন তৈরি করেছেন। গত মঙ্গলবার পুরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে জেলায় গেলে সেখানেই তাঁকে এই কলম উপহার দেওয়া হয়।

এমন প্রকল্প দেখে দারুণ খুশি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেন হাতে খুশি মুখ্যমন্ত্রী তার নাম দেন 'কন্যাশ্রী কলম'।

এই ধরনের পেনে প্লাস্টিকের ব্যবহার একেবারে নামমাত্র। রাজ্য সরকার চাইছেও ধীরে ধীরে প্লাস্টিকের ব্যবহার একেবারে কমিয়ে দিতে। সেই উদ্দেশ্য এই ধরনের উদ্যোগ সফল করবে বলে মনে করা হচ্ছে।

পেনটির দাম রাখা হয়েছে ৫ টাকা। পেনের রিফিল প্লাস্টিকের হলেও বাকীটা রঙবেরঙের কাগজ দিয়ে তৈরি। দেখতেও দারুণ সুন্দর। প্লাস্টিকের পেনের মতোই চুটিয়ে ব্যবহার করা যাবে পেনটি। তবে তা পরিবেশ বান্ধব হবে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পেনের ভিতরে পলাশ বা সিমূল গাছের বীজ ভরা থাকবে। ফলে ব্যবহারের পর ছুড়ে ফেলে দিলে তা থেকে গাছ বের হবে। ফলে একইসঙ্গে বনসৃজনও করা যাবে।