শীতের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার


শ্রীনগর: শীত উপলক্ষ্যে এক বা দুই সপ্তাহ নয়, টানা তিন মাস ছুটি ঘোষণা করল জম্মু-কাশ্মীর সরকার৷ বৃহস্পতিবার কাশ্মীর ডিভিশনের স্কুলগুলিতে, এবং রাজ্যের উইন্টার জোনে যে স্কুলগুলি রয়েছে সেগুলিরও চুটির কথা ঘোষমা করে সরকার৷

এই ছুটি উপলক্ষ্যে একটি অর্ডারও বের করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট৷ সেই অর্ডার অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা ৬ ডিসেম্বর থেকে ২০১৯-এর ৩ মার্চ পর্যন্ত ছুটি পাবে৷

অন্যদিকে, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ১৭ ডিসেম্বর থেকে ২০১৯-এর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই শীতের ছুটি উপভোগ করতে পারবে৷

তবে কোনও পরীক্ষা থাকলে সেই পরীক্ষার পরেই আধিকারিকরা এই উইন্টার ব্রেক নিতে পারবে৷ তবে বেশ কিছু ট্রেনিং প্রোগ্রামেও অংশগ্রহণ করতে হবে এই আধিকারিকদের৷ তবে পরের বছর ২৩ ফেব্রুয়ারি স্কুল খোলার আগের দিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি আধিকারিকদের স্কুলে উপস্থিত হয়ে স্কুলের পরিস্থতি তদারকি করে নিতে হবে৷