মোমের আস্তরণ দেওয়া আপেল আটক


মোমের আস্তরণ দেওয়া আপেল বিক্রির বিরুদ্ধে অভিযানে নেমে দুই ফল বিক্রেতাকে আটক করল চিৎপুর থানার পুলিশ। মঙ্গলবার দমদম রোড এবং পাইকপাড়ার আশুবাবুর বাজারে এই অভিযান চালায় কলকাতা পুরসভা।

এ দিন সকালে দমদম রোডের কুমার আশুতোষ ইনস্টিটিউশন (ব্রাঞ্চ) স্কুলের সামনের একটি দোকান থেকে আপেল কেনেন সৃজন বসু নামে এক ব্যক্তি। কেনার আগে ছুরি দিয়ে আপেল কাটতে গিয়ে দেখেন, তার গায়ে মোমের আস্তরণ রয়েছে। এ নিয়ে ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। খবর পেয়ে সেখানে যান চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম হালদার। অভিযুক্ত ফল বিক্রেতা ও তাঁর পাশের ব্যবসায়ীর থেকে একই জিনিস পেয়ে পুলিশ দু'জনকে আটকও করে।

পাইকপাড়ার আশুবাবুর বাজারে এ দিন অভিযানে গিয়ে এক এবং চার নম্বর বরোর ফুড ইনস্পেক্টর আব্দুস সাত্তার মণ্ডল ও প্রদীপ মালিক মোমের আস্তরণ দেওয়া ছ'পেটি আপেল উদ্ধার করেন। চার নম্বর ওয়ার্ডে টিএমসিপি-র কার্যনির্বাহী সভাপতি সৌরদীপ কুণ্ডুর সঙ্গে বচসা শুরু হয় ব্যবসায়ীদের। রবিন বণিক নামে ফল বিক্রেতার দাবি, ''এ ছাড়া বাজারে কোনও আপেল বিক্রি হচ্ছে না। এমন আপেল বিক্রি বন্ধ করতে পাইকারি বাজারে অভিযান করা হোক।''
এ নিয়ে মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, ''এমন আপেল  স্বাস্থ্যের পক্ষে কতখানি ক্ষতিকর, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। রিপোর্টে খারাপ কিছু মিললে আইন মোতাবেক পদক্ষেপ করা হবে।''