আগস্ট মাসে লঞ্চ হবে Oppo-র নতুন দুটি ফোন


মার্চ মাসে লঞ্চ হয়েছিল Oppo F7। ইতিমধ্যেই F সিরিজের পরের জেনারেশানের ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করে দিয়েছে চিনের স্মার্টফোন কোম্পানি Oppo। একাধিক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই ফোনের নাম Oppo F9। একই সাথে Oppo F9 Pro লঞ্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগস্ট মাসে এক ইভেন্টে এই দুটি ফোন লঞ্চ করা হবে। Oppo F9 এর থেকে Oppo F9 Pro তে আপগ্রেডেড স্পেসিফিকেশান ব্যবহার হবে।

সম্প্রতি GSMArena ওয়েবসাইটে এক রিপোর্টে জানানো হয়েছে ব্লুটুথ সার্টিফিকেশান ডাটাবেসে Oppo F9 দেখা গিয়েছে। এই মাসের শুরুতে এই সার্টিফিকেশান পেয়েছে কোম্পানিটি। এই লিস্টিং এই ফোনের Pro ভার্সাওনটিও দেখা গিয়েছে।

এর সাথেই একটি টিজার দেখা গিয়েছে। যদিও এই ফোনের টজারে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। এই টিজারে জানা গিয়েছে এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহার হবে। এর সাথেই সেলফি ক্যামেরাতে উন্নতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

কোম্পানির পোস্ট করা এই টিজারে ফোনের আউটলাইনের একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবিতে দেখা যাছহে নতুন এই ফোনে ডুয়াল ক্যামেরতা সেটব আপ থাকবে। প্রসঙ্গত মার্চ মাসে লঞ্চ হওয়া F সিরিজের আগের ফোন Oppo F7 এ সিঙ্গেল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছিল। এর পরেই প্রায় সব ব্র্যান্ড বাজেট ফোনে ডুয়াল ক্যামেরা ব্যবহার শুরু করে। আর সেই পথে হেঁটেই কোম্পানির নতুন ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে Oppo।

Oppo F9 এর আপডেটেড ভার্সান হতে চলেছে Oppo F9 Pro। Oppo F9 এর থেকে এই ফোনে ভালো স্পেসিফিকেশান ব্যবহার হবে। এর সাথেই Pro ভেরিয়েন্টে বড় ডিসপ্লে, বেশি RAM ও স্টোরেজ ব্যাবহার হতে পারে। এমনকি Pro ভেরিয়েন্টের ফোনে আপডেটেড চিপসেট ব্যবহার করতে পারে Oppo।

সধারনত প্রতি ছয় মাসে নতুন একটি F সিরিজের ফোন লঞ্চ করে Oppo। তাই কয়েক মাসের মধ্যেই Oppo F9 আর Oppo F9 Pro লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এক রিপোর্টে বলা আগস্ট মাসে এই দুটি ফোন লঞ্চ হবনে। এই খবর কতটা সত্যি তা সময় বলবে।