AMAZON ECHO সঙ্গে পাল্লা দিতে হাজির BIXBY


নয়াদিল্লি: বিতর্কিত 'Amazon Echo' কে টেক্কা দিতে স্যামসাং বাজারে আনছে 'Bixby' স্মার্ট স্পিকার৷ বলা বাহুল্য, ভয়েস অ্যাসিস্টেন্ট বিভাগে বড়সড় পরিবর্তন আনতে চলেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি৷ মুনাফা বৃদ্ধিকে নিশ্চিত করতেই সংস্থা নিয়েছে নয়া সিদ্ধান্তটি৷ স্যামসাংয়ের সমস্ত গ্যালাক্সি ডিভাইসগুলিতে 'Bixby'অ্যাসিস্টেন্টটিকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, বিষয়টি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিশেষ আকর্ষণ করতে পারেনি৷

বর্তমানে, স্যামসাং একটি স্মার্ট স্পিকারের উপর কাজ করছে৷ যেটি খুব শীঘ্রই Galaxy Note 9 এর সঙ্গে আত্মপ্রকাশ করতে চলেছে৷ সম্প্রতি, 'Magbee' ব্রান্ডটি মার্কেটে বাজারে এসেছে৷ আর, এই Magbee ব্রান্ডটির মধ্যে Bixby স্মার্ট স্পিকারটি হতে চলেছে প্রথম পণ্য৷ যদিও, স্মার্ট স্পিকারটির লঞ্চের বিষয়ে স্যামসাং কোন আনুষ্ঠানিক ঘোষণা করেনি৷ শোনা যাচ্ছে, আগামী ৯ আগস্ট Galaxy Note 9 লঞ্চের সময় সংস্থা একই সঙ্গে নিয়ে আসছে স্মার্ট স্পিকার (Magbee) এবং একটি স্মার্টওয়াচ৷

কিছুদিন আগেই মার্কিনি গ্রাহকদের জন্য সংস্থা নিয়ে এসেছিল Samsung Galaxy ওয়াচ৷ ঘড়িটির মডেল নম্বর ছিল SM-R810NZDAXAR৷ তবে, ঘড়িটি গ্রাহক কবে পাবেন সে বিষয়ে কোন সঠিক তারিখ জানা যায়নি৷ রির্পোট জানাচ্ছে, নতুন Galaxy Note 9 দেখতে হবে অনেকটা Galaxy Note 8 এর মতো৷ শুধু দেখতেই নয় মিল থাকছে দামের ক্ষেত্রেও৷ Galaxy Note 8 এর আপডেটেড ভার্সান হিসেবে আসতে চলেছে Galaxy Note 9৷