ইঞ্জিনিয়ার স্ত্রীকে যৌনদাসী করে বিক্রির চক্রান্ত ফাঁস, অভিযুক্ত স্বামী, তদন্তে এনআইএ


বেঙ্গালুরু: ইঞ্জিনিয়ার স্ত্রীকে যৌনদাসী করে আইসিসরের হাতে বিক্রির অভিযোগে অভিযুক্ত আয়কর দফতরের আধিকারিকের স্ত্রীর চিঠিতে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কেরলের কথিত লভ জেহাদের সঙ্গে সংযুক্ত মামলার তদন্ত করছে এনআইএ এর তদন্তে ৷

কর্ণাটকের এক সেলস ট্যাস্ক আধিকারিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য ৷ কেরলের বাসিন্দা এক মহিলা তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন ৷ জোর করে ধর্মান্তকরণ করে আইসিসের যৌনদাসী করার চেষ্টা করেছিল ৷

শনিবার এনআইএ সূত্রে জানা গিয়েছে ওই ট্যাস্ক আধিকারিকের স্ত্রীর কাছ থেকে পাওয়া ৮টি ল্যাপটপ ও ১২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ পুলিশ বাজেয়াপ্ত সামগ্রী থেকে তথ্য উদ্ধার করতে করার কাজ শুরু করেছে ৷
সবদিক থেকেই ইসলামিক স্টেটের সঙ্গে যোগাযোগ যে স্পষ্ট ছিল সেই আধিকারিকের তা স্পষ্ট হয়েছে ৷ স্ত্রীর অভিযোগ ভুল তথ্য দেখিয়ে রিয়াজ তাকে বিয়ে করেছে বিয়ের পরেই ধর্মান্তকরণে চাপ দিয়েছে ৷ ভুয়ো পাসপোর্ট তৈরি করে স্ত্রীকে কেরলে বেআইনি বন্দি করে রেখেছিল ৷

এরপর ২০১৭ সালেই ইসলামিক স্টেটে যোগ দিয়েছে তার অসংলগ্ন গতিবিধিতে সন্দেহ হতেই জানতে পারা গিয়েছে তার স্বামীর এই অবস্থা ৷ জানতে পারা গিয়েছে ইসলামিক স্টেট থেকে তাঁর স্বামী আর্থিক সাহায্য পেতেন ৷ এএনআই রিয়াজের বন্ধু ও পরিজনকে গ্রেফতার করেছে ৷ সেই জন্যই বাধ্য হয়েই রিয়াজ দেশে ফিরে এসেছে ৷ পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ তাদের মধ্যে ৪ জন বেঙ্গালুরুর ৷