ভারতে আশ্রয় চান আফগানিস্তানের শিখরা


কাবুল : আতঙ্কে ভুগছেন আফগানিস্তানের শিখরা৷ প্রায় ২৫ টি শিখ পরিবার প্রাণ বাঁচাতে এখন ভারতীয় নাগরিকত্ব চাইছেন৷ তারা কোনওভাবেই যুদ্ধবিধ্বস্ত কাবুলে ফিরতে চাইছেন না৷ আর তাই কংগ্রেস শাসিত পাঞ্জাব সরকারের কাছে তাদের কাতর আবেদন প্রাণ বাঁচাতে যেন তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়৷

বছর কয়েক আগে কাবুল থেকে পাঞ্জাবের লুধিয়ানায় এসে আশ্রয় নিয়েছিলেন এই পঁচিশটি পরিবার৷ কিন্তু নাগরিকত্ব না থাকায় প্রতিদিন নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের৷  তারা জানিয়েছেন, যখন তারা কাবুলে ছিলেন তখন সেখান থেকে ৪০টি পরিবার এদেশে এসেছিল৷ কিন্তু এখন মাত্র ২৫টি পরিবার রয়ে গিয়েছে৷ নূন্যতম চিকিৎসা না পেয়ে তাদের মধ্যে মারা গিয়েছেন অনেকে৷ পাচ্ছেন না শিক্ষার অধিকার৷

আফগানিস্তানে জোর করে তাদের মুসলিম করে দেওয়া হচ্ছিল৷ এই ধর্মান্তকরণের প্রতিবাদ করে তাঁরা এদেশে পালিয়ে আসেন৷ কিন্তু সেখানেও অস্তিত্ব সংকটে ভুগছেন তাঁরা৷ শুধু তাই নয়, মুসলিম করে দেওয়া ছাড়াও, পরিবারের মহিলাদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়৷ ফলে প্রাণ সংকটে পড়ে আফগানিস্তান ছাড়েন এরা৷