ধসের জেরে লাইনচ্যুত ট্রেন, মৃত ১০


আঙ্কারা: ভয়াবহ দুর্ঘটনার কবলে ট্রেন৷ ধসের জেরে লাইনচ্যুত হল একটি যাত্রীবাহী ট্রেনের পাঁচটি কামরা৷ এখনও অবধি দশ জন যাত্রী মৃত বলে জানা গিয়েছে৷ ৭২ জন আহত৷

রবিবার ঘটনাটি ঘটে তুরস্কের নর্থ ওয়েস্টার্ন তেকিরদাগ প্রদেশে৷ স্থানীয় সংবাদ মাধ্যমে ট্রেন দুর্ঘটনার জন্য প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করেন তেরিকবাগে গভর্নর মেহমেট সিলান৷ তিনি জানান, সেই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল৷ তার জেরে ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়৷

দুর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ হেলিকপ্টারে শুরু হয়েছে উদ্ধার অভিযান৷ পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স৷ ইতিমধ্যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শুরু হয়েছে চিকিৎসা৷

দুর্ঘটনার খবর দেওয়া হয় প্রেসিডেন্ট তাইপ এরডোগানকে৷ পরিবহনমন্ত্রী জানান, দুর্ঘটনার খুঁটিনাটি তথ্য দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে৷ তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে৷

উদ্ধারকার্য শুরু করা গেলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঠিক মতো আহতদের কাছে পৌঁছানো যাচ্ছে না৷ কারণ বৃষ্টি ও ধস নামার ফলে সেখানে যেতে বেগ পেতে হচ্ছে তাদের৷