টাটাদের জন্য অধিগৃহীত জমি চাষিদের ফেরান হবে ছত্তিশগড়ে


রায়পুর: সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার ছত্তিশগড়ে টাটাদের কারখানার জন্য অধিগৃহীত জমি চাষিদের ফিরিয়ে দিচ্ছে ৷ বস্তার জেলায় টাটা স্টিলের কারখানার জন্য ২০০৮ সালে এই জমি অধিরগ্রহণ করা হয়েছিল৷

মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই মর্মে অফিসারদের কাছে নির্দেশিকা ইস্যু করেছে যাতে চাষিদের জমি ফিরিয়ে দেওয়া হয়৷ এই চাষিদের বেশির ভাগই উপজাতি এবং এই বিষয়ে একটি প্রস্তাব পরের মন্ত্রীসভার বৈঠকে পেশ করা হবে৷ সরকারি ভাবে বিবৃতিতে তা জানান৷

বিশেষত সদ্য সমাপ্ত রাজ্য নির্বাচন শেষ হওয়ার আগেই বাঘেল এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৃষকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোহাংডিগুয়া জেলা অঞ্চলে যেখানে প্রকল্পটা বাতিল করায় টাটা স্টিলের নেওয়া জমি অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে তা ফিরিয়ে দেওয়া হবে যদি কংগ্রেস ক্ষমতা আসে৷

দলের ম্যানিফোস্টো-তে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যেসব কৃষি জমি শিল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছে কিন্তু যেখানে পাঁচ বছরের মধ্য কাজ হয়নি তা ফিরিয়ে দেওয়া হবে৷ ২০০৮ সালে তৎকালীন রাজ্য সরকার টাটা স্টিলের প্রকল্পের জন্য দশটি গ্রামের ১৭০৭ জন চাষির কাছ থেকে মোট ১৭৬৪.৬১ হেক্টর জমি নেওয়া হয়েছিল৷ ২০০৫ সালে টাটা স্টিল তৎকালীন রামন সিং নেতৃত্বাধীন বিজেপি সরকারের সঙ্গে চুক্তি করেছিল ইস্পাত কারখানা করবে যাতে বিনিয়োগ হবে ১৯,৫০০ কোটি ৷ যদিও ২০১৬ সালে টাটা কর্তৃপক্ষ ওই প্রকল্প বাতিল করে ৷