দুর্নীতি মামলায় ৭ বছরের জেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শরিফের


দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ডের সাজা দিল সে দেশের দুর্নীতিবিরোধী আদালত। অল-আজিজিয়া দুর্নীতি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারপতি মহম্মদ আরশাদ মালিক। নিজেকে নির্দোষ দাবি করে রবিবার শরিফ জানিয়েছেন, সততার সঙ্গে দেশের সেবা করেছেন তিনি। 

গত সপ্তাহে অল অজিজিয়া ও ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট মামলার শুনানি শেষ হয় ইসলামাবাদের আদালতে। তবে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি মহম্মদ আরশাদ মালিক। এদিন শরিককে সাতবছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। আদালতের বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শরিফের সমর্থকরা। ফলে আটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। রায় ঘোষণার পর ভেঙে পড়েন শরিফ সমর্থকরা। শোনা গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনিও।

আয়ের সঙ্গতিহীন মামলায় ২০০৮ সালে জুলাইয়ে নওয়াজ শরিফ, তাঁর কন্যা মরিয়ম ও জামাতা মহম্মদ সফদারকে ১১, ৮ ও ১ বছরের শাস্তি ঘোষণা করেছিল ইসলামাবাদের হাইকোর্ট।