বুধে ফের ব্যাংক ধর্মঘট, চূড়ান্ত নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ


কলকাতাঃ  চলতি মাসের ২১ তারিখ ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। যার জেরে নাজেহাল হন লক্ষাধিক গ্রাহক। মাঝে দুদিন ব্যাংক বন্ধ ছিল। অর্থাৎ শনিবার এবং রবিবার। মাঝে সোমবার ব্যাংক খোলা থাকলেও আজ ২৫ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার বন্ধ ছিল ব্যাংক। আগামীকালও বুধবারও ব্যাংক বন্ধ থাকবে।

দেশের দেশের অধিকাংশ ব্যাংক কর্মচারী সংগঠন। অবশ্য সেই ধর্মঘটে বাদ থাকবে রিজার্ভ ব্যাংক এবং কো-অপারেটিভ ব্যাংকগুলি। ধর্মঘটে যোগ দেওয়ার কথা এটিএমগুলিরও। ফলে আগামীকাল টাকা পাওয়া নিয়ে একটা সমস্যা থাকবে।

শরিক অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজেন নাগর বলেন, ব্যাংক অব বরোদা, দেনা এবং এবং বিজয়া ব্যাংকের সংযুক্তির প্রতিবাদেই আমরা ধর্মঘটে যাচ্ছি। এর আগে স্টেট ব্যাংকের সঙ্গে সহযোগী ব্যাংকগুলি মিশেছে এবং স্টেট ব্যাংকের লোকসান ও অনুৎপাদক সম্পদ দুই-ই বেড়েছে। ফলে ব্যাংকের সংযুক্তিকরণ কোনও কাজের কথা নয়, তা প্রমাণ হয়ে গিয়েছে। বরং তাতে ব্যাংকের আর্থিক ক্ষতি বাড়ে। তাই আমরা এই ইস্যুতে ধর্মঘটে যাচ্ছি ২৬ ডিসম্বর।