নোট বাতিলের পর গুজরাত থেকেই বাজেয়াপ্ত প্রায় ৬ কোটি টাকার জালনোট


নয়াদিল্লি : নোট বাতিলের পর গুজরাত থেকে দেশের মধ্যে সবথেকে বেশি পরিমাণ জাল নোট উদ্ধার হয়। প্রায় ৫ কোটি ৯৪ লক্ষ টাকার জালনোট এই রাজ্য থেকে বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। তিনি বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো'র (এনসিআরবি) রেকর্ড অনুযায়ী নোট বাতিলের পর গোটা দেশে ১৩ কোটি ৮০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। মূলত বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে এই নোট উদ্ধার হয়। তারমধ্যে গুজরাত থেকে উদ্ধার হয় ৫ কোটি ৯৪ লক্ষ টাকা। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে ২ কোটি ১৯ লক্ষ, পশ্চিমবঙ্গ থেকে দু'কোটি এবং মিজোরাম থেকে ১ কোটি এবং অন্যান্য রাজ্যগুলি থেকেও বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করে কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলি। রাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে জালনোটের প্রবেশ আটকাতে কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলি একযোগে কাজ করছে। জালনোট পাচারের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। জালনোটের পাচার রুখতে বাংলাদেশের সঙ্গে ভারতের মউ স্বাক্ষর হয়েছে। উল্লেখ্য, ২০১৬ সালের ৯ নভেম্বর ৫০০ ও এক হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।