ঘন জঙ্গলে মিলল নরকঙ্কাল! কাঠ কুড়োতে গিয়ে ভয়ে কাঁটা মহিলারা

বাঁকুড়া : মৃতদেহে মাংস বলে আর কিছুই নেই বললেই চলে। গভীর জঙ্গল পড়ে রয়েছে কঙ্কাল। হাড়ের ফাঁকে যেটুকু মাংস অবশিষ্ট আছে, তাও খুবলে খাচ্ছে কুকুরের দল। কাঠ কু়ড়োতে গিয়ে এমন দৃশ্য দেখে আঁতকে উঠেছিলেন গ্রামের মহিলারা। শেষপর্যন্ত, খবর দেওয়া হয় থানায়। কঙ্কালটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে। এখনও মৃতের পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাঁকুড়ায় গঙ্গাজলঘাঁটির প্রত্যন্ত গ্রাম চয়নপুর। গ্রামটি স্থানীয় গোবিন্দধাম পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামের পাশেই গভীর জঙ্গল। প্রতিদিন জঙ্গলে কাঠ কুড়াতে যান গ্রামের মহিলারা। মঙ্গলবার বিকেলেও গিয়েছিলেন। চয়নপুর গ্রামের মহিলারা জানিয়েছেন, কাঠ কুড়িয়ে ফেরার পথে, জঙ্গলে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন তাঁরা। হাড়ের ফাঁকে থাকা পচা মাংস খুবলে খাচ্ছিল কুকুরের দল। এমন দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান মহিলারা। গ্রামে খবর পাঠান তাঁরা। ছুটে আসেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় গঙ্গাজলঘাঁটি থানায়। কঙ্কালটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, কঙ্কালটি পুরুষের। মৃত ব্যক্তির পরনের ছিল লুঙ্গি ও জামা। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। জঙ্গল লাগোয়া চয়নপুর গ্রামের বাসিন্দাদের বক্তব্য, গভীর জঙ্গলে হাতি রয়েছে। কাঠ কুড়াতে গিয়ে হাতির হামলার প্রাণহানির ঘটনাও ঘটেছে। কিন্তু আগে কখন জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার হয়নি। তাহলে এই কঙ্কাল এল কোথায় থেকে? অন্য কোথাও খুন করে কী মৃতদেহটি গভীর জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছে আততায়ী?  তদন্তে গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ।

Highlights
গঙ্গাজলঘাঁটির চয়নপুর গ্রামের পাশে গভীর জঙ্গল। 
কাঠ কুড়োতে গিয়ে জঙ্গলে কঙ্কাল পড়ে থাকতে দেখেন গ্রামের মহিলারা। 
হাড়ের ফাঁকে থাকা পচা মাংস খুবলে খাচ্ছিল কুকুরের দল। এমন দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান মহিলারা।