টিউনিশিয়ায় নৌকাডুবি, মৃত ৪৮


টিউনিশ : টিউনিশিয়া উপকূলে নৌকাডুবি। মৃত্যু হল অন্তত ৪৮ জন শরণার্থীর। গতরাতে ঘটনাটি ঘটেছে টিউনিশিয়ার দক্ষিণ উপকূলে। ৬৭ জনকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী। জানা গেছে, শরণার্থীবোঝাই ওই নৌকা ইট্যালি যাচ্ছিল।

টিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নৌকাতে ১৮০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগই টিউনিশিয়ার নাগরিক। বিবৃতিতে আরও বলা হয়েছে, ডুবে যাওয়ার সময় জাহাজটি কার্কেননা দ্বীপ থেকে পাঁচ মাইল এবং সাফাক্স শহর থেকে ১৬ নটিক্যাল মাইল দূরে ছিল।

গতকাল উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে তা আবার চালু হবে বলে জানানো হয়েছে সরকারিভাবে। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, মোট ১৮০ জন যাত্রীর মধ্যে ৮০ জন আফ্রিকার অন্য দেশের নাগরিক।

বেঁচে ফেরা এক ব্যক্তি বলেন, "উপকূলরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে মাঝি নৌকা ছেড়ে যান।" তিনি আরও বলেন, "আমি ৯ ঘণ্টা ধরে কাঠের পাটাতনে চড়ে ছিলাম। পরে আমাকে উদ্ধার করা হয়।"