প্রধানমন্ত্রীর ১ মিনিট বাঁচাতে কাটা হবে ১০০ গাছ


রায়পুর: চলতি মাসের ১৪ তারিখে ছত্তিশগড়ে ভিলাইতে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তবে তাঁর এই সফরের আগেই শোনা যাচ্ছে প্রায় ১০০টি গাছ কাটা হবে প্রশাসনের পক্ষ থেকে, কারণ সবকটি গাছই প্রধানমন্ত্রীর গন্তব্যে যাওয়ার রাস্তাতেই রয়েছে৷

প্রধানমন্ত্রী রায়পুর থেকে হেলিকপ্টারে ভিলাই ময়দানে নেমে সেখান থেকে ভিলাই ইস্পাত প্ল্যান্টে যাবেন৷ সড়কপথে না গিয়ে, আকাশপথেই যাতে মোদী গন্তব্যে পৌঁছতে পারেন তার জন্য ভিলাই নিবাসের পিছনের প্রায় ১০০টি গাছ কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷

তবে এই এত সংখ্যক গাছ কেটে দেওয়ার ফলে পরিবেশের ভারসাম্যে যে যথেষ্ট প্রভাব পড়বে সেই আশঙ্কা কেউই উড়িয়ে দিচ্ছে না৷ প্রকৃতি বিশেষজ্ঞদের মতে, একটি গাছ প্রায় ২৩০লিটার অক্সিজেন দেয়, স্বাভাবিকভাবেই এই গাছ কাটার ফলে সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে৷

আগামী ১৪ জুন মোদী জগদলপুর বিমানবন্দরের উদ্বোধনও করবেন৷ এরপর তিনি ভিলাই ইস্পাত প্ল্যান্টের দিকে রওনা দেবেন৷ রয়েছে আরও বেশ কিছু কাজও৷ সেইসঙ্গে ভিলাইয়ের জয়ন্তী স্টেডিয়ামে জনসভাও করতে পারেন তিনি৷ তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷