‌১০ ঘণ্টা ট্রেন লেট!‌ বুলেট ট্রেনের চিন্তা ছাড়ুন, মোদিকে ভিডিও বার্তা বিজেপি নেত্রীর


সরযূ–যমুনা এক্সপ্রেসে‌ অমৃতসর থেকে অযোধ্যা সফর করছিলেন বিজেপি নেত্রী  এবং পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীকান্ত চাওলা। ট্রেনের এসি থ্রি টিয়ারে সফর করলে কী হবে ট্রেন ১০ ঘণ্টা লেট। তাতে যা অভিজ্ঞতা পেলেন তিনি যে ট্রেন থেকেই মোদিকে ভিডিও বার্তায় জানালেন, বুলেট ট্রেনের চিন্তা ছাড়ুন, যে ট্রেন চলছে তার পরিষেবা উন্নত করার চেষ্টা করুন। ভিডিওবার্তায় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকেও একই কথা বলেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে ভাষণ বিরক্ত হয়ে বিজেপি নেত্রী বলছেন, '‌ট্রেন তার গতিপথ বদলেছে। কোন পথে যাচ্ছে তা সম্পর্কে যাত্রীদের কোনও তথ্য দেওয়া হয়নি। তার উপরে ১০ ঘণ্টা লেট। যাত্রীদের খাবারের কোনও বন্দোবস্ত নেই। রেলের কোনও হেল্পলাইন ফোন করে পাওয়া যাচ্ছে না। ফুটপাথের মতই যাত্রীরা খোলা আকাশের নীচে কনকনে ঠান্ডায় থাকতে বাধ্য হচ্ছেন। রেলের দুর্নীতিপরায়ন অফিসাররা টাকা চাইছে। এই পরিস্থিতিতে ১২০ থেকে ২০০ কিলোমিটার গতির বুলেট ট্রেনের ভাবনা ভুলে যাওয়াই ভাল।'‌

এখানেই শেষ নয় তিনি আরও বলেছেন, '‌শতাব্দী আর রাজধানী বড়লোকেদের জন্য। সাধারণ মানুষের সফর করতে পারে এমন ট্রেনে সফর করে একবার দেখুন কী পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যাতায়াত করেন। মোদিজি দেখুন মানুষ ক্ষুব্ধ কোথায় আচ্ছে দিন দেখতে পাচ্ছেন না তাঁরা।'‌