টাইফুন মাংখুটের আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্স, মৃত ৮

সুপার টাইফুন মাংখুটের দাপটে বিপর্যস্ত ফিলিপিন্স। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ ছাড়া অন্তত দেড় লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। 

শনিবার লুজোন দ্বীপের উত্তরাংশে আছড়ে পড়ে ভয়াবহ টাইফুন মাংখুট। এর গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার। যার জেরে গোটা এলাকা তছনছ হয়ে গিয়েছে। ন্যাশনাল সিভিল ডিফেন্স অফিসের প্রধান রিকার্ডো জালাদ জানিয়েছেন, 'উদ্ধারকারী দল ইতোমধ্যেই ধ্বংসস্থলের উদ্দশ্যে রওনা হয়েছে। যত আমরা এগিয়ে যাব তত হতাহতের সংখ্যা বাড়তে পারে।'

শনিবার থেকে ফিলিপিন্সের বিভিন্ন এলাকা থেকে টাইফুনে ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করে। পার্বত্য এলাকায় একাধিক ধসের খবর পাওয়া গিয়েছে, বন্যার জলে ভেসে গিয়েছে বহু এলাকা। জলবন্দি অসংখ্য মানুষকে উদ্ধার করা হয়েছে। এর জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গ্রামীণ এবং কৃষি অঞ্চলগুলি।

ফিলিপিন্সে প্রতিবছর গড়ে ২০টি টাইফুন এবং ঝড় আঘাত হানে। যার জেরে প্রাণ হারান কয়েকশো মানুষ। এ ছাড়া প্রতি বছরই কয়েক লক্ষ মানুষকে চরম দারিদ্রের মুখে পড়তে হয়।