‌ভোপালের হোমে ধর্ষণ এবং খুনের ঘটনা ফাঁস, গ্রেপ্তার বৃদ্ধ সেনাকর্মী

মজফফরপুর হোমকাণ্ডের পর এবার প্রকাশ্যে এলো মধ্যপ্রদেশের ভোপালের হোমের নারকীয় নির্যাতনের ঘটনা।  প্রাক্তন  এক সেনাকর্মী চালাতেন এটি। হোমের পাঁচ আবাসিক গিয়ে সমাজ কল্যাণ দপ্তরে অভিযোগ জানায়, হোমে লাগাতার যৌন নির্যাতনের জেরে তিন জন আবাসিক কিশোরের মৃত্যু হয়েছে।

অভিযোগকারী তিন কিশোর এবং তিন কিশোরী জানিয়েছে, আবাসিক এক কিশোরকে এতটাই যৌন নির্যাতন করা হয়েছিল যে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আর একজনের  মাথা দেওয়ালে এমনভাবে ঠুকে দেওয়া হয়েছিল যে আর জ্ঞান ফেরেনি। আর একজন কিশোরকে সারারাত বাইরে থাকতে বাধ্য করা হয়েছিল। তারজেরেই তারও মৃত্যু হয়।

১৯৯৫ সাল থেকেই সরকারি ভাবে অনুমোদিত এই হোমটি। তার জেরেই একাধিক অনুদান আসে হোমে। ২০০৩ সাল থেকেই এখানে ৪২ জন ছেলে এবং ৫৪জন মেয়ে আবাসিক রয়েছে। সর্বক্ষণের কোনও ওয়ার্ডেন না থাকার কারণে গত চার বছর ধরে চার শিক্ষক হোমটি দেখাশোনা করেন।

একাধিক যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করার পরেই হোমের মালিক ৭০ বছরের বৃদ্ধ প্রাক্তন সেনাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিস।